
বাসাইল সংবাদ : রোববার, ২৭ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
চলমান বন্যায় “বন্যা দুর্গত” মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ ব্যাংক। রবিবার (২৭ আগস্ট) গ্রামীণ ব্যাংকের দেলদুয়ার উপজেলার দেওজান শাখার উদ্যোগে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন শত রোগিদের চিকিৎসা সেবা দেয় ক্যাম্পটি। এসময় চিকিৎসকরা রোগিদের চিকিৎসা পত্র ছাড়াও ঔষধ সরবরহ করেন। ব্যাংকটির গ্রাহক ছাড়া সাধারণ মানুষও চিকিৎসা নেন ।
রবিবার দুপুর থেকে উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামের দক্ষিণপাড়া চিকিৎসা সেবা ক্যাম্পটির আয়োজন করেন ব্যাংকটির দেওজান শাখা।
গ্রামীণ ব্যাংক দেওজান শাখার ব্যাবস্থাপক সুকান্ত বিশ্বাসের তত্বাবধানে উপস্থিত ছিলেন এড়িয়া ম্যানেজার আসাদুজ্জামানসহ শাখার সহকর্মীবৃন্দ।
এড়িয়া ম্যানেজার আসাদুজ্জামান বলেন, গ্রামীণ ব্যাংক বানভাসিদের পাশে রয়েছে। বন্যায় দুর্গতদের জন্য ত্রাণসহ চিকিৎসা সেবা দিচ্ছে। তার ধারাবাহিকতায় দেওজান শাখার আয়োজনে মঙ্গলহোড়ের ক্যাম্পে প্রায় তিনশ’ রোগিদের চিকিৎসা সেবা দেওয়া হল।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন