
বাসাইলসংবাদ: বুধবার, ১৮ জুলাই, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মীর রুবেল আহমেদ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নূরুল হুদা ওরফে তারা মেকারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে হাটুভাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে সখীপুর আসার পথে বাশতৈল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাঠ ভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাসাইলসংবাদ/একে