
বাসাইল সংবাদ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
যুগোপযোগী ফ্যাশনকে সামনে রেখে যাত্রা শুরু হলো নতুন ব্র্যান্ড “পলিগণ” এর। গত ১৪ নভেম্বর রাত ৮টার দিকে রাজধানীর মানিকনগরে “পলিগন” এক্সক্লুসিভ ফ্যাশন হাউজের উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন।
এসময় উপস্থিত ছিলেন, পলিপণ লিমিটেডের চেয়ারম্যান এম কে হাসান তপু, স্মার্টনেস ও ফ্যাশন বিষয়ক লেখক এস আর খান সজীব, এ্যাডভোকেট বাবুলুর রহমান, কিবরিয়া, মারুফসহ কোম্পানীর অন্যান্য পরিচালকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এখানে আধুনিক ডিজাইনের কোয়ালিটি সম্পন্ন লেডিস-জেন্টস ও ছোট্ট সোনামণিদের ফ্যাশনাবল পোশাকসহ অন্যান্য সকল প্রকার দেশি-বিদেশী প্রসাধনী সামগ্রীর অনন্য সমাহার।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন