
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বসত বাড়ির রান্না ঘরের গর্ত থেকে ৩২টি ডিমসহ ২৩টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কচুয়া গ্রামের শামসুল আলমের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। এর পর থেকে ওই বাড়িতে বসবাসকারীদের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে শামসুল আলমের ছোট ভাই শাহাদত হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় প্রথমে রান্না ঘরের লাকড়ির নিচ থেকে একটি বড় সাপ বেরিয়ে আসে। ওই সাপটি তারা মেরে ফেলার পর ক্রমান্নয়ে ওই ঘরের লাকড়ির নিচে একটি গর্ত থেকে আরো সাপ বেরিয়ে আসে। পরে ৩২টি সাপের ডিমসহ ২৩ বিষাক্ত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে মেরে ফেলা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন