
বাসাইল সংবাদ : শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০১৭:

সখীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে সখীপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
স্থানীয় বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের একাংশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির একাংশের প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম শরীফ হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক এফ এম আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বাছেদ সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আজম মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদেক সিকদারসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন