
বাসাইলসংবাদ: বুধবার, ২১ মার্চ, ২০১৮:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে নেশা খাইয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ মার্চ)সকালে অজ্ঞান অবস্থায় অটোচালক আবদুস সামাদকে (৪০) পাশের উপজেলা ঘাটাইলের ধলাপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আবদুস সামাদের বাড়ি উপজেলার কীর্ত্তনখোলা মকরম চৌরাস্তা এলাকায়। তাঁর বাবার নাম মৃত কাঞ্চু মিয়া। এ ব্যাপারে থানায় মৌখিকভাবে জানানো হলেও লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে স্বজনরা জানিয়েছেন।
ছামাদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে ছামাদ মিয়া বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতের বেলা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান। সকালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকা থেকে সামাদের সঙ্গে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে একটি ফোন আসে। ওই ঠিকানায় রাবেয়া ও আরও কয়েকজন লোক গিয়ে ছামাদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সখীপুর হাসপাতালে ভর্তি করে। পরিবারের ধারনা দুর্বৃত্তরা ছামাদকে নেশাজাতীয় কিছু খাইয়ে তাঁর অটোরিকশাটি নিয়ে সটকে পড়েন।
ছামাদের ভাগনে জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে অটোরিকশাটি ফেরত নিতে দুর্বৃত্তরা বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। ওই নম্বরটি তিনি সখীপুর থানায় দিয়েছেন বলে জানান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া বলেন, ঘটনাস্থল পাশের থানা ঘাটাইলে হওয়ায় ওই থানাতেই মামলা করতে হবে।
বাসাইলসংবাদ/একে