
বাসাইলসংবাদ: সোমবার, ২৫ জুন, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুর পৌর শহরে ওয়াশ ফর আরবান পোর নামের নতুন এক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রকল্প বিষয়ে নাগরিকদের ধারনা দেওয়ার জন্য অবহিতকরণ সভা হয়েছে। সুইডেন ভিত্তিক দাতা সংস্থা সিডা ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় দেশীয় বেসরকারি সংস্থা বাসা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সম্যান্ট) এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ওই সভায় সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সভাপত্বি করেন। প্রকল্পটির উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী। প্রকল্পটি পৌরসভায় আগামী পাঁচ বছরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে জলবায়ু সহিঞ্চু ও স্বাস্থাভ্যাস নিশ্চিতকরণে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাসা সংস্থার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান। এছাড়াও বাসা সংস্থার নির্বাহী পরিচালক একেএম সিরাজুল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের স্মল টাউন প্রকল্পের ব্যবস্থাপক সুমন কান্তি নাথ, ওয়াশ ফর আরবান পোর প্রকল্পের সখীপুর পৌরসভার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, সখীপুর পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম তালুকদার, সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্ত ফায়জুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বাসাইলসংবাদ/একে