নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে তিনদিন ব্যাপী বই মেলায় তরুণ সাংবাদিক, গীতিকার, কন্ঠশিল্পী ও প্রভাষক মোজাম্মেল হক সজলের মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘একাত্তরের এক রাতে’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃস্পতিবার রাতে উপজেলা মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন টাঙ্গাইল দক্ষিণের ডিবি অফিসার ইনচার্জ মো. আমির হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।
সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, টাঙ্গাইল দক্ষিণের ডিবি’র এসআই মো. বদিউজ্জামান, ফাহিম ফয়সাল, আনোয়ার কবির প্রমুখ আলোচনায় অংশ নেয়।
বাসাইলসংবাদ/ ০২ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন