
বাসাইলসংবাদ: বুধবার, ২৭ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি সিকদার মুহাম্মদ ছবুর রেজার বাসায় পুলিশের তল্লাশি করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সখীপুর পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের সৌখিন মোড় এলাকার বাসায় সখীপুর থানা পুলিশ এ অভিযান চালায়।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ ছবুর রেজা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশের একটি টিম আমার ওই বাসায় এসে বিভিন্ন রুমে তল্লাশি চালায়। এ সময় আমি বাসায় উপস্থিত ছিলাম না। তারা এসে আমার অবস্থান জানতে চান এবং খোঁজাখুজি করেন। তিনি বলেন, আমার নামে কোনও মামলা নেই। তারপরও পুলিশ আমার বাসায় তল্লাশি করে আমাকে গ্রেফতার করার হুমকি দেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম তুহিন আলী বলেন, ভাইস চেয়ারম্যানের বাসায় কোনো গোপন বৈঠক করা হচ্ছে কি না তা জানতেই এ তল্লাশি চালানো হয়।
বাসাইলসংবাদ/একে