নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক পূর্বাকাশ-এর বার্তা সম্পাদক, বিশিষ্ট কথাশিল্পী রাশেদ রহমান পেলেন ‘পারাপার’ গল্পকার পুরস্কার। বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত গল্পবিষয়ক পত্রিকা ‘পারাপার’-এর উদ্যোগে বাংলাদেশের গল্পকারদের মূল্যায়ন করে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
গত ২৯ জানুয়ারি এ উপলক্ষ্যে পারাপার সম্পাদক নাহিদ হাসান রবিন-এর সভাপতিত্বে এক প্রীতিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সভাপতি মনোয়ার হোসেন, ইয়ুথ স্কয়ার বগুড়ার সভাপতি আতিকুর রহমান মিঠু প্রমুখ। পুরস্কারপ্রাপ্ত দু’গল্পকারের লেখা মূল্যায়ন করে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শিবলী মোকতাদির ও মামুন রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি ও কথাশিল্পী লতিফ আদনান।
সংস্কৃতিকর্মী ইফতেখার আহমেদ ফরহাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর ও বগুড়ার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এ সময় রাশেদ রহমানকে উত্তরীয়, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন যথাক্রমে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম ও শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান। পরে অতিথিরা সম্মিলিতভাবে তার হাতে ক্রেস্ট তুলে দেন।
রাশেদ রহমানের জন্ম টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে ৫ নভেম্বর ১৯৬৭। তিনি ছোট গল্প, কবিতা ও উপন্যাস লিখলেও ছোটগল্প লিখেই এসেছে তার খ্যাতি। ভিন্নধারার এই কথাশিল্পীর প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা ১৫টি। কবিতা ও উপন্যাসের সংখ্যা ৩টি করে।
উল্লেখ্য, গল্পবিষয়ক পত্রিকা ‘পারাপার’ প্রতিবছর দুইজন গল্পকারকে পুরস্কার প্রদান করবে। প্রথমবারের মতো পুরস্কারপ্রাপ্ত দুইজন গল্পকারের মধ্যে অন্যজন হচ্ছেন- লতিফ জোয়ার্দার। তার জন্ম পাবনার ঈশ^রদী উপজেলার মূলাডলী গ্রামে ১ মার্চ ১৯৭০। তিনি গল্প, কবিতা, উপন্যাস ও শিশুদের জন্যও লিখেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০। ‘পারাপার’ গল্পকার পুরস্কার ২০২২ পাওয়ায় রাশেদ রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার ক্রমাগত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন তার বন্ধুস্বজন ও শুভানুধ্যায়ীরা।
বাসাইলসংবাদ/ ০৩ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন