
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ ( বৃহস্পতিবার) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার।
কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র এসিস্ট্যান্ড চীফ মোহাম্মদ আমিন শরীফ, টাঙ্গাইল জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাষ্টার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাসাইল শাখার সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফাসহ অন্যান্যরা। বিদায়ী ছাত্রীদের পক্ষে বক্তব্য রেখে বিদায় গ্রহণ করেন বিদায়ী ছাত্রী মাহমুদা সিকদার মিতু, কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানায় মিথিলা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন