
বাসাইলসংবাদ: সোমবার, ০৫ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে আগামী ৭ ও ৮ মার্চ ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৭ মার্চ এ মেলার উদ্বোধন করা হবে। ৮ মার্চ সকালে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড পরীক্ষায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। মেলায় বিভিন্ন দপ্তরের ১০টি স্টলও অংশ নিবে।
বাসাইলসংবাদ/একে