
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৫, জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে দুইদিন ব্যাপী সমবায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)র সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার ৪০জন করে মোট ৮০জন সমবায়ীদের প্রশিক্ষণ দেয়া হয়। বুধবার (৫ জুলাই) অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ/একে