
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণ যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।
উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ প্রমুখ।
বাসাইলসংবাদ/একে