
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার(১৩ এপ্রিল) টাঙ্গাইলের বাসাইলে “নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)’’ এর আওতায় উপজেলা মিলনায়তনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস আয়োজিত এ কর্মশালায় জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, পৌর মেয়র মজিবর রহমান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা। নারী ও শিশু উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাম ও বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেফালী খাতুন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন