
বাসাইল সংবাদ: রোববার, ৭ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল কেনা-বেচাচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে শিপন (৩৫), মির্জাপুর উপজেলার নিমাই চন্দ্রের ছেলে রামপ্রসাদ (৩২), জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বয়রা গ্রামের মৃত মাখন বাদ্যকরের ছেলে আনন্দ বাদ্যকর (৩৫), ও ঠাকুরগাওঁ জেলার বালিয়াডাঙ্গা উপজেলার লালপুর গ্রামের মৃত শান্ত শিলের ছেলে গণেশ চন্দ্র ওরফে স্বপন (৩৮)। এরা সকলেই টাঙ্গাইলের মির্জাপুরে অটোটেম্পা চালানোর নাম করে চোরাই মোটরসাইকেল কেনা-বেচা করতো বলে পুলিশ জানায়।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া থেকে তাদের সকলকেই আটক করে। এসময় তাদের দেওয়া তথ্যমতে নাম্বার বিহীন এপাচি, পালসার (ঢাকা-মেট্রা-ল ২৪-৬৮৫৬), টিভিএস(ঢাকা-মেট্রো-হ- ৫১-৯৩২৭), সিডি-৮০ (ঢাকা-মেট্রা-এ -০২-৯২০৩)সহ ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, আটককৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন