
বাসাইল সংবাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বাসাইল থানার এস আই মোঃ তোফায়েল আহম্মেদের নেতৃত্বে এ এস আই মুকছেদ আলী ও এ এস আই মোঃ শাহীন আলমসহ একদল পুলিশ শুক্রবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। জানা যায়, উপজেলার বাথুলীসাদী উত্তরপাড়ার মৃত শাহজাহান সিকদারের ছেলে টুইংকেল আহম্মেদ অভি (২২) কে ১০ পিস ইয়াবাসহ কাশিল বটতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। এদিকে একই রাতে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী উপজেলার নাইকানীবাড়ীর মৃত নয়েজ উদ্দিনের ছেলে নুরুল হক (৫০), উপজেলার দেউলী উত্তরপাড়ার জালাল মিয়া (৫৫) ও তার ছেলে মফিজুল ওরফে আব্দুল লতিফ (৩০) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বাসাইল থানার এস আই মোঃ তোফায়েল আহম্মেদ বলেন, ১০ পিস ইয়াবাসহ টুইংকেল আহম্মেদ অভিকে গ্রেফতার করা হয়। অভিসহ মাদক ব্যবসায়ী হৃদয় (২৫) ও সবুজ (২৬) নামের আরো দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন