নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ বেদীতে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ প্রমুখ। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, বাসাইল পৌরসভা, বাসাইল প্রেসক্লাব, বাসাইল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে, সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২১ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন