
বাসাইল সংবাদ : সোমবার, ১২ জুন, ২০১৭:

টাঙ্গাইল: যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে জেলা মহিলা আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন ) দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বার সমিতি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ। নাটাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. শম্ভুনাথ চক্রবতী, নাটাব টাঙ্গাইল জেলা শাখার প্রচার সম্পাদক ও জেলা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খান, অ্যাডভোকেট আব্দুল গণি আল রুহি প্রমুখ। সভায় জেলার ৩০ জন মহিলা আইনজীবী অংশ নেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন