
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে তিন বছরের শিশু পুত্রকে নিয়ে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াসিন এলাকায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী এলাকার সিঙ্গাপুর প্রবাসী শাহীনুল ইসলামের স্ত্রী বৃষ্টি আক্তার (২৩) ও তার দুই বছরের ছেলে। বৃষ্টি আক্তার একই ইউনিয়নের গড়াসিন গ্রামের মো. মন্টুর মেয়ে।
স্থানীয়রা জানান, বৃষ্টি আক্তারের সাথে তার স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। সেই সূত্রধরে গত দুইদিন আগে বৃষ্টি আক্তার স্বামীর বাড়ির লোকজনের সাথে কথাকাটাকাটি করে বাবার বাড়ি পাশের এলাকা গড়াসিনে চলে যায়। পরে সেখান থেকে গিয়ে ওই এলাকায় ছেলেকে নিয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ নিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, দু’পক্ষ মীমাংসা করে তাদেরকে দাফন করা হয়।
টাঙ্গাইল (ঘারিন্দা) রেল স্টেশন মাষ্টার জালাল উদ্দিন বলেন, ‘দুপুর ১২টার দিকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
বাসাইলসংবাদ/একে