
বাসাইলসংবাদ: রোববার, ১০ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলস্থ কাউলজানী ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জুন) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সুগন্ধা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোকাদ্দেস আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলস্থ কাউলজানী ইউনিয়ন কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন।
বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা শহীদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুলহাস আলী মিয়া, কার্যকরী সদস্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, এডভোকেট সাদেক আলী ভূইঞা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইলস্থ কাউলজানী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুন মোর্শেদ।
পরে দেশ ও দশের মঙ্গলকামনায় দোয়া করা হয়। এসময় এ সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে