
বাসাইল সংবাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে গতকাল সোমবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিসেফ ও কোইকা’র সহযোগিতায় পার্টর্নাস ইন হেল্থ ডেভলাপমেন্ট (পিএইচডি) মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কমিউনিটিভিত্তিক প্রকল্পের (আইইসিএমএনসিএইচ) আওতায় এ মা সমাবেশের বাস্তবায়ন করে।
ইউপি চেয়ারম্যান শুকুর মামুদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলার পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. বেলায়েত হোসেন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. শাজাহান সিরাজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পিএইচডি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম, ইউনিসেফ প্রতিনিধি ড. হরিকৃষ্ণ বাসক্তা, কোইকা প্রতিনিধ নাজিমুল কাইয়ুম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া ও ডেপুটি সিভিল সার্জন ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দেড় শতাধিক গর্ভবতী মায়ের হিমোগ্লোবিন ও ব্লাড সুগার পরীক্ষা, এএনসি চেকআপ এবং রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এর আগে ইউসিসেফ ও কোইকা প্রতিনিধি দল কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও চরনগরবাড়ি কমিউনিটি ক্লিনিক সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন