
বাসাইল সংবাদ :মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
“জয় হোক মানবতার, ঘুচে যাক অসহায়ত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে “ইয়ুথ ফর হিউম্যানিটি এসোসিয়েশন” নামের একটি স্বেচ্ছাসেব সংগঠন।
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেছে। রবিবার (২৭ আগস্ট) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
এর পর কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কাজিয়ারচর এলাকায় ৩৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক যোবায়দুল ইসলাম এর তত্ত্বাবধানে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহে মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রিফাত আল মাহফুজ, আবু সাইদ সোহাগ, মারুফা মারজিয়া রুহি, উম্মে কুলসুম শাওন, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আলতাফুর রহমান, তমাল কর্মকার, শুকলা প্রসাদ দোলা, সানজিদা মনসুর সেতু, রোমানা জান্নাত আশা, নুরে আলম নয়ন, হাসিব ইউনুস খান, জাকির হোসেন জয়,
মোঃ রাশেদুল ইসলাম, মোঃ ফাহাদ খান, মোঃ রিদুয়ান হাসান, নিশাত তাসনিম, অর্নব ধর প্রান্ত, অমিতা খা নিশু, জাহিনুুর রহমান, আক্তারুজ্জামান শাকিল, মোঃ মামুন, রাকিবুল হাসান, মোঃ সোহাগ সুমন, মোঃ মকবুর ইসলাম মুন্না, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ মারজুকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সহযোগিতা করেছেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন