
বাসাইল সংবাদ :শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুর এলাকায় ট্রাক চাপায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ছয়শত গ্রামের জাকির হোসেনের স্ত্রী অবিতা (২৮) ও তার শিশু কন্যা জান্নাত (৬)।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাউছার মিয়া বলেন, শুক্রবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে একটি অটোরিকশা বাসাইল লিংক রোড পার হচ্ছিল এসময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। এঘটনায় আরো তিনজন আহত হয়।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর মা অবিতা বেগম (২৮)কে মৃত ঘোষনা করে।
উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ঈদের বাজার করে বাড়ি ফেরার পথে ওই মা ও মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন