
ডালিয়া পারভীন :

প্রতিক্ষণ, প্রতিমুহূর্ত বেঁচে থাকার সৃজনশীল লড়াইয়ে হেরে যাওয়া পরাবাস্তব সুখের কাছে। ধোঁয়াশা আলো আঁধারিতে একটু আবির্ভূত হলেও কর্পূর কালে উড়ে যাচ্ছে প্রতিনিয়ত ।
আশার স্বপন জাগিয়ে দুরাশার পাখনা লাগিয়ে চরম নির্লজ্জতায় একা ভাসিয়ে অটুট দুরভিসন্ধি চালে উড়ছে। হাটিহাটি পাপা করে একটু কাছে আসলেও জরা সময়ে ছুট দৌড়ে বড্ড ব্যস্ত তিনি। প্রভাতসূর্যে জ্যোতি ছড়িয়ে আলতো আলোর ক্ষণিক আসনে নির্মল মেঘের কুন্তলীন বিষম গরলে উদগ্রীব।
অধরা সন্ধিতে মিতালী প্রহরের হাতছানির ইশারায় মশগুল সুখও কাঞ্চনমণি। তবে কি সুখ অদূরবর্তী আকাশ নীলের আলেয়া! একটু ধরার জোঁছনা ছুৎ আবেগি ধোয়া? বলো সুখ, সুখ তুমি কি?তুমি কার?? আসলে সুখ নয়তো তুমি কারো,তুমি অভিনয়ের মুখোশে মুখ জমকালো পরবাসিনী জ্বালতো প্রভা জ্বালো।
প্রিয় পাঠক, আপনিও “গল্প ও কবিতা” পাতায় আপনার লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাতে যোগাযোগ করুন-০১৭৪৯ ৮০৯০০৩