
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ না করে তারা ষোড়শ সংশোধনী বিল বাতিলের প্রশ্নে প্রধান বিচারপতির তীব্র সমালোচনা নিয়ে ব্যাস্ত আছেন। সরকার বিচার বিভাগ নিয়ে এ ধরণের সমালোচনা করে দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে ।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিরতণ করতে এসে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার ও বিচার বিভাগ যদি এভাবে মুখোমুখি অবস্থান নেয় তাহলে দেশে গভীর সংকট সৃষ্টি হতে পারে, সাংবিধানিক সংকট হতে পারে, দেশ অস্থীতিশীল হতে পারে। সরকারের দায়িত্ব ও কর্তব্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, খর্ব করা নয়। সরকার ও বিচার বিভাগ মুখোমুখি অবস্থান বাংলাদেশে নজীর বিহীন।
বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের আইসড়া, একঢালা, ময়থাসহ কয়েকটি এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাসেম মেম্বার, রুহুল আমীন ভূইয়া, মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর,
সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা যুবদলের সভাপতি শাহানুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আরজু খানসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন