
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০১৮:

সখীপুর: শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ ১১ দফা দাবিতে টাঙ্গাইলের সখীপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে সখীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সখীপুর শাখার সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ রউফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, হাতিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল মোমেন তালুকদার, বোয়ালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যাপক আবদুল আলীম প্রমুখ। পরে শিক্ষক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী’র মাধ্যমে তাদের ১১ দফা দাবিকৃত স্মারকলিপি তুলে দেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন