
বাসাইল সংবাদ: রোববার, ২২ অক্টোবর, ২০১৭:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় দেওয়ান আব্দুর রহমান (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার কচুয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রহমান সখীপুর-সাগরদিঘী সড়ক পারাপারের সময় কচুয়া থেকে সখীপুরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মাথা ও পায়ে আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন