
বাসাইল সংবাদ: শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭:

॥ সখীপুর ॥
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) রাতে উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের দুই ছেলে জয়েন উদ্দিন ও রওশনের মধ্যে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ওইদিন রাতে জমির বিষয় নিয়ে মীমাংসায় বসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’পক্ষের ১০জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, সংঘর্ষের ঘটনায় দু’পক্ষ পৃথক দুটি মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন