
বাসাইল সংবাদ : বুধবার, ১৯ জুলাই, ২০১৭:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ ছাত্রীকে যৌনহয়রানি করার ঘটনায় জুলহাস খান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে কলেজ ছাত্রীর বাবা নারী ও শিশু নিরোধ আইনে সখীপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার পেক্ষিতে ওই রাতেই তাকে আটক করা হয়। সে পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান খানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, সখীপুরের স্থানীয় একটি কলেজের ছাত্রী (১৬) কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বখাটে জুলহাস।
এ বিষয়টি বখাটে জুলহাসের অভিভাবক ছাড়াও এর আগে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীকেও মৌখিকভাবে জানিয়েছিলেন ওই ছাত্রীটি।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, কলেজ ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে জুলহাসকে গ্রেফতার করে বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন