
বাসাইলসংবাদ: শনিবার, ১৯ মে, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্র ও শনিবার অভিযান চালিয়ে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রফিকুল ইসলাম (৩০), শাহজালাল মিয়া (২৭), ফারুক হোসেন (২২), নূর জামাল (২৫), শাহীন আলম (২৮) ও আলমগীর হোসেন (২৬)। এদের মধ্যে শাহীন আলম ও আলমগীর হোসেন নামের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাাসাবাদে ৬ জনের মধ্যে চার ডাকাত সখীপুরসহ বিভিন্নস্থানে ডাকাতি করার কথা স্বীকার করেছে। ওই দু’জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তারা ডাকাতির সঙ্গে যুক্ত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
বাসাইলসংবাদ/একে