নিজস্ব প্রতিবেদক : ‘লার্ন মোর বাংলাদেশ’ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক শহীদুর রহমান খানের (শাহানশাহ) মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় লার্ন মোর বাংলাদেশ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সজীবুর রহমান খান বলেন, ‘প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে আমৃত্যু শহীদুর রহমান খানের অবদান অনেক। তার মৃত্যু লার্ন মোর বাংলাদেশ গ্রন্থাগারের এক অপূরণীয় ক্ষতি। তার অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
গত ২৯ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শহীদুর রহমান খানের মৃত্যু হয়। পরে তার গ্রামের বাড়ি বাসাইল উপজেলার পশ্চিম পৌলীতে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
বাসাইলসংবাদ, ০২ জুলাই, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন