
বাসাইল সংবাদ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশ হাজার টাকার চেক পাঠিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা শাখা। বুধবার (৮ নভেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদত হোসেন কবিরের কাছে চেকটি তুলে দেন সংগঠনটির সভাপতি মো. রেজাউল করিম,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান (বাদল) ও অর্থ সম্পাদক মীর সাফায়েত হোসেন। চেকটি গ্রহনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহম্মেদ ও দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। সংগঠনের পক্ষ থেকে এধরনের মহোতি উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত কর্মকর্তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, যখন রোহিঙ্গারা প্রথমে বাংলাদেশে প্রবেশ করে তখন তাদের অবস্থা দেখে তাদের আর্থিক সহযোগিতা চেয়ে সভাপতির ব্যক্তিগত এফবি আইডি থেকে একটি পোস্ট দেই। মানবিক আবেদনে সাড়া দিয়ে মনিরুজ্জামান লিটন ৫০০,মাসুদ রানা রতন ১০০০টাকা, আতিয়া জামে মসজিদ ১৫০০টাকা, লিপ্টু খান ১০০০,জুয়েল দুল্যা ২০০০টাকা, শিমুল মোস্কান ৫০০টাকা,বিপ্লব ১০০টাকা, মশিউর রহমান বিন্দু ২০০০ টাকা, হিরা মাহমুদ শেখ ৫০০টাকা, রাজিব ৫০টাকা, মোবারক হোসেন বোয়ালজান ১০০,আব্দুল খালেক মঞ্জু ৫০০টাকা,সৌদি প্রবাসী আজমুল (বিষ্ণপুর) ৩০০০টাকা, নুরে-আলম ১৪০০টাকা, জাহিদুর রহমান ৫০০ টাকা, আব্দুর রহমান ২০০টাকা, ইতালি প্রবাসী মাসুদ হাসান জুয়েল ১০০০টাকা মোট, দেওজান জামে মসজিদ ৬০০ টাকা, মোস্তাকিম মিন্টু ৫০০টাকা কার্তিক চন্দ্র ১০০টাকা, জয় সাহা -১০০টাকা, সোহেল রানা-২০০০টাকা ,আফছার ৫০ টাকা ,শাকিন রেজা-১০০ টাকা, মইনুর রহমান ৫০০টাকা ও আলমগীর দলিল লেখক ১০০ টাকা সহযোগিতা করেন। এতে ১৯ হাজার ৯০০টাকা উত্তোলন হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম জানান, মানবাধিকার মানবতার কথা বলে। মানবিক দৃষ্টি থেকেই সংগঠনের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র সহযোগিতায় আমরা আত্মতৃপ্ত। ক্ষুদ্র সহযোগিতায় বড় কোন উপকার না হলেও মানুষ প্রেরণা পাবে, সাধারণ মানুষ নিপিড়িতদের সহযোগিতা করার উৎসাহ পাবে, অসহায়দের পাশে দাঁড়াবে এই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির বিষয়টি নিশ্চিৎ করে বলেন, গত ৩১ অক্টোবর বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) দেলদুয়ার উপজেলা শাখার কর্মীরা রোহিঙ্গাদের সাহাযার্থে আমার কাছে ২০হাজার টাকা দেন। আমি নিজে সোনালী ব্যাংক দেলদুয়ার শাখা থেকে কক্সবাজার জেলা প্রশাসকের নামে সরকারি হিসাব ৩৩০২৪ ৬২৫ নম্বরে পাঠিয়ে দেই। পরে ৮ নভেম্বর সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠিনকভাবে চেকটি তুলে দেয় কর্মীরা।
দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহম্মেদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মো. জহিরুল ইসলাম রোহিঙ্গাদের সহযোগিতার বিষয়টি দেখে সংগঠনের প্রশংসা করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন