নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ব্রিজের নিচে জমাটবদ্ধ পানিতে ডুবে মিথিলা (৮) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ( ১৯ অক্টোবর) বিকেল ৫ টার দিকে পৌর এলাকার কুমারজানি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম শিপন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
মিথিলা ওই গ্রামের মানিক মিয়া মেয়ে এবং কুমারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। দুই ভাই বোনের মধ্যে মিথিলা ছোট।
স্থানীয়রা জানান, বিকেলে মিথিলার মা ও বড় ভাই কুমারজানি রেল লাইনের ব্রিজের নিচে মাছ শিকার করতে গেলে মিথিলাও তাদের সাথে যায়। কিন্তু কোনও এক সময় মিথিলা সেখানকার পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মিথিলাকে মৃত অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
বাসাইলসংবাদ/ ১৯ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন