
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭:

॥ মাহমুদুল হাসান ॥
প্রায় ৭ থেকে ৮ বছর ধরে ঝিনাই নদীর উপর ব্রিজটি নদীর পার থেকে বিচ্ছিন্ন। তখন থেকে কাশিল ও উপজেলার দক্ষিণাঞ্চলের লোকজন নৌকাযোগে এপার- ওপার চলাচল করে আসছিল ।
ফুট ব্রীজ হওয়ায় অতি প্রয়োজনেও তারা সিএনজি কিংবা ভ্যান রিকশা এপার ওপার করতে পারতনা। তবু অপরিকল্পিতভাবে নির্মিত এ ব্রীজটি কাশিল দক্ষিণ পাড়া ও হাবলা ইউনিয়নসহ উপজেলার দক্ষিণাঞ্চলীয় লোকজনের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছিল।
এখন ব্রীজটি ব্যবহার অনুপযোগি। কেউ কেউ নদীর উত্তর পাড়ে দাঁড়িয়ে নদীর দক্ষিণপাড়ে দাঁড়িয়ে থাকা বিচ্চিন্ন ব্রীজটির দিকে তাকিয়ে বলে, হায় ! ব্রীজ কতদূর ? উপজেলা এলজিআরডি অধিদপ্তর ১৯৯৪/৯৫ অর্থবছরে কাশিল ইউনিয়ন পরিষদ হতে বিল পাড়া সড়কের ঝিনাই নদীর ওপর ১৩২ মিটার দীর্ঘ ৮ ফুট প্রস্থ ফুট ব্রীজটি ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করে। ব্রীজের উত্তরপাড়ে ক্রমবর্ধমাণ নদী ভাঙ্গনের মুখেও বাঁশের সাকু সংযোগে এলাকাবাসি এটি ব্যবহার করে আসছিল। ২০১০-১১ অর্থ বছরে প্রবল খর¯্রােতা ঝিনাই নদীর জোয়ার বাঁশের সাকুটি ভেসে যায়। অপ্রতিরুদ্ধ ভাঙ্গনে নদী পাড়ের সাথে ব্রীজের দুরত্ব বেড়ে যায়। এলাকাবাসি এখানে দ্রুত নতুন ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছে। উপজেলা এলজিইআরডি প্রকৌশলী আব্দুছ ছাত্তার বলেন, এখানে ২৯৫মিটার ২ লেন বিশিষ্ট নতুন ব্রীজের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন