
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ জুন ) টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার মো. আরিফুজ্জামান ফারুক,
উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তায়েজুল ইসলাম তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুজ্জামান সোহেল ও আতিকুর রহমান নাহিদ।
বাসাইলসংবাদ/একে