
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে শহীদ মুনীর কনফারেন্স হলে গত ১৮ জুন বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ঢাকাস্থ বাসাইলের প্রায় ৩০০.ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, ডঃ এ.কে.এম সাইফুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়। ঢাবি ফারাসী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ডঃ আবদুস সবুর খান, ফরেইন এইড প্রজেক্ট উপ-পরিচালক আমিনুল এহসান কবির, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক ডাঃ জিল্লুর রহমান খান, আওয়ামীলীগ নেতা ও বাসাইল-সখীপুরের মনোনয়ন প্রত্যাশী সরকার আরিফুজ্জামান ফারুক, এ.বি ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিসার ও বিএসএডি উপদেষ্টা এস. আর খান সজীব, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও বিএসএডি প্রেসিডিয়াম সদস্য শওকত ওসমান খানশূর সৌরভ, এ্যাডভোকেট শোয়েব আল মামুন, সিইও থার্ড আই কমিউনিকেশন রাসেদুল ইসলাম রানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএডি’র সভাপতি তায়েজুল ইসলাম তুহিন। বক্তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা ও বাসাইল উপজেলার উন্নয়নমুখী কাজের কথা বলেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন