
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮:

মামুন হায়দার :
চলতি বছরকে বলা হচ্ছে নির্বাচনের বছর। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে পবিত্র রজমানের শুরু থেকেই সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠও। রোজার মাসটিকে উপলক্ষ করে আগেভাগেই ভোটারদের কাছে যাওয়ার মওকা তৈরি হয়েছে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। তাদের আনাগোনায় জমে উঠছে তৃণমূল পর্যায়ের রাজনীতিও। তবে চলতি বছর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্বাভাবিকভাবে এবার রাজনৈতিক দলের ইফতার মাহফিল আরও বেশি জমজমাট হয়ে ওঠে। এ সুযোগকে কাজে লাগিয়ে চলে জমজমাট রাজনীতিও। এ জন্য শুরু থেকেই বেশ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। টাঙ্গাইর-৮(সখীপুর-বাসাইল) আসনের রাজনীতিতে ইফতারের রাজনীতি, রাজনীতির ইফতার বেশ জমে ওঠে। দলীয় উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আয়োজন করা হয় ইফতার মাহফিল। দলীয় নেতাকর্মী, পেশাজীবীদের সম্মানেসহ বিভিন্ন উছিলায় সখীপুর ও বাসাইল উপজেলায় কর্মসূচির বিস্তৃতি বাড়ানো হয়।
রাজনৈতিক দলগুলো সূত্রে জানা যায়, আওয়ামী লীগ, বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগ রোজার মাসে ইফতার মাহফিলের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃনমূল পর্যায়ে মানুষদের কাছে যাওয়ার পরিকল্পনা করে। উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে এ ধরনের কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় ক্ষমতাসীন দলের পক্ষে। ইফতার মাহফিল ও আলোচনা সভা করে জেলা থেকে ইউনিট পর্যায়ে সরকারের ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়। বিশেষ করে সরকারের সাফল্য হিসেবে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো সামনে আনা হয়। অপরদিকে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে সরকারের বিষোদগারের অন্ত ছিলনা।
নির্বাচনের বছর হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের কাছে এবারের রমজান বড় একটি সুযোগ হয়ে উঠেছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক দফা গণসংযোগ সেরে নেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আরও যোগাযোগ বাড়াচ্ছেন আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে সাধারণ নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বাড়ছে। বিভিন্ন দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা সরকারের মেয়াদকালে পরিচালিত ‘উন্নয়ন যজ্ঞ’ মানুষের সামনে টেনে আনছে। আর বিএনপি বরাবরই খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায়’ কারাগারে প্রেরণ, সরকারের বিভিন্ন নীপিড়ন-নির্যাতনের বিষয়টি তুলে ধরছেন। সখীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় পৃথক ইফতারের আয়োজন করা হয়। ইফতার আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়। এদিকে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায়ও একইভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টাঙ্গাইল-৮ আসনের এমপি ও আগামী জাতীয় সংসদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনুপম শাহজাহান জয়, দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুস সালাম খান, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ, সরকার মো. আরিফুজ্জামান ফারুক বক্তব্য দেন। এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মী সমর্থরা ইফতার অনুষ্ঠানে অংশ নেয়। একইভাবে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে ইফতারের আয়োজনে দলটির প্রতিষ্ঠাতা প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম উপস্থিত থাকেন। বিএনটির ইফতারে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান অংশ নেন।
বাসাইলসংবাদ/একে