নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আহত হয়েছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপডজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হেলপাড়ের নাম আব্দুল কুদ্দুস (৫০), আহত ট্রাক চালকের নাম আব্দুল বারেক (৫৫)।
মো. রেজাউল করিম জানান, বাঐখোলা এলাকায় বালু ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। পরে টাঙ্গাইল শহরের দিকে আসা একটি ট্রাক ওই দাঁড়ানো ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হেলপার নিহত ও চালক আহত হন। আহত ট্রাক চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হেলপারের লাশ গোড়াই হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ২৭ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন