
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান খান নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিনা দক্ষিণপাড়ার মৃত নবাব আলী খানের ছেলে।
নিহতের পরিবার জানায়, ৪ মে সকাল ১১টার দিকে আব্দুর রহমান অটোভ্যান নিয়ে বাসাইল থেকে বাজার করে বাড়ি ফেরার সময় বাসাইল-বালিনা সড়কের এসআর পাড়া নামক স্থানে পৌছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা অটোরিকশা ও অটোভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আফাজ সিকদার বলেন, আব্দুর রহমান শারীরিক অসুস্থতার কারণে কোন যাত্রী না উঠিয়ে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এঘটনায় অটোরিকশা ও অটোভ্যান শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন