
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ফারুক মিয়া (৩০) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুন) ভোরে তাকে গ্রেফতার করা হয়। ফারুক উপজেলার মিরিকপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা যায়, ফারুক দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার এএসআই রতন হোসেন তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এএসআই রতন হোসেন বলেন, পারিবারিক একটি মামলায় আদালত তাকে ৩ মাসের সাজা দিয়েছেন। মামলার পর থেকেই ফারুক পলাতক ছিল। পরে তাকে গ্রেফতার করে সকালে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একে