
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০১ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুস সালাম খান। তিনি বৃহস্পতিবার (০১ মার্চ) সন্ধ্যায় বাসাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
তিনি আওয়ামী লীগ থেকে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রায় ৫৫ হাজার ভোট পেয়ে দ্বিতীয়স্থানে ছিলেন। ওই সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা মার্কা নিয়ে জয়ী হন।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দলের দুঃসময়ে বাসাইল-সখীপুরের আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। আগামী নির্বাচনে আমাকে আওয়ামী লীগ মনোনয়ন দিলে এ আসনে আওয়ামী লীগের নৌকার জয় নিশ্চিত হবে বলে তিনি দাবি করেন। আবদুস সালাম খান ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক রাশেদা সুলতানা রুবি, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই’র টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক এমকে ভুইয়া সোহেল, যুগ্ম-সম্পাদক খায়রুল ইসলাম তালহা প্রমুখ।
বাসাইলসংবাদ/একে