
বাসাইলসংবাদ: বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৭ পরীক্ষায় বাসাইলের লিটল স্টার কিন্ডারগার্টেন স্কুলের ৮শিক্ষার্থীর মধ্যে ৮জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে মির্জা তানজিম আহমেদ ও ফায়সাল আহমেদ ট্যালেন্টপুলে, ইসরাত খন্দকার আনিকা, জান্নাতুল ফেরদৌস লিয়া, মিথিলা, পঞ্চমী সূত্রধর, দিপ চন্দ্র ঘোষ ও চম্পা রাণী ঘোষ সাধারণ গ্রেডে বৃত্তি পান।
ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুর রহমান পাপন এই ফলাফলের বিষয়ে আনন্দ প্রকাশ করে বলেন, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য অর্জন করতে পেরেছি। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। সেই সাথে আগামীতেও এই সাফল্য ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাসাইলসংবাদ/একে