
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে লোকমান হোসেন (৫০) নামের এক গরু চোরচক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
৪ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে কালিহাতী উপজেলার রামপুর গ্রামের মৃত. আনছের আলীর ছেলে।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় গত মাসে প্রায় অর্ধশতাধিক গরু চুরি হওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগিদের কয়েকজন ৩০ এপ্রিল ভোরে বিয়ালা গ্রামের খন্দকার আলম মিয়ার বাসাইল পশ্চিম পাড়ার বাড়ি থেকে ভাড়ায় থাকা কাশিল পূর্বপাড়ার রিয়াজ মিয়ার ছেলে ফরিদ মিয়াকে ৫টি গরুসহ আটক করে। খরব পেয়ে তাৎক্ষণিক বিভিন্ন এলাকা থেকে গরুর মালিকরা এসে তাকে গণধোলাই দিতে শুরু করে। পরে বাসাইল থানা পুলিশ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় বাসাইল থানায় একটি মামলা হয়।
এ ব্যাপারে বাসাইল থানার এসআই আইয়ুব খান জানান, গত ৩০ এপ্রিল গরু চোরচক্রের এক সদস্যকে জনতা আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ওইদিন মামলা দায়ের হয়। সেই মামলার ৩ নম্বর আসামী লোকমানকে আটক করা হয়েছে। আটককৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন