
বাসাইলসংবাদ: সোমবার, ০২ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছর শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা চলে।
জানা যায়, উপজেলায় এবার এইচএসসিতে ৬শ’ ৩৫জন শিক্ষার্থীর মধ্যে ৬শ’ ২৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে ২শ’ ৬৪জন ছাত্র ও ৩শ’ ৬১জন ছাত্রী। অনুপস্থিত রয়েছে ১০জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭জন ও ছাত্রী ৩জন।
এদিকে সমমানের (আলিম) পরীক্ষায় ৭৯জন শিক্ষার্থীর মধ্যে ৭২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৩৪জন ছাত্র ও ৩৮জন ছাত্রী। অনুপস্থিত রয়েছে ৭জন শিক্ষার্থী। এদের মধ্যে ৪জন ছাত্র ও ৩জন ছাত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বাসাইলসংবাদ/একে