
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬:

বাসাইল সংবাদ ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইলে জাহাঙ্গীর বিন জাফর (৩৯) নামের এক ব্যাক্তিকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ।
সে বাসাইল এসআর পাড়ার মৃত জাফর আলীর ছেলে।
জানা যায়, জাহাঙ্গীর বিন জাফরের সাথে একই এলাকার মফিজুর রহমান খানের ছেলে রফিকুল ইসলাম বিপ্লব (৪০), শফিকুল ইসলাম খান দেলু (৪৪) ও মশিউর রহমান খান মাদল (৪৮)এর সাথে দীর্ঘদিন যাবৎ টাকা লেনদেন নিয়ে বিবাদ চলে আসছেন। এমতাবস্থায় জাহাঙ্গীর বিন জাফর বাদী হয়ে ২০১৪ সালে ঐ তিনজনের নামে টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এ ব্যাপারে বাদী জাহাঙ্গীর বিন জাফর বলেন, আমি যাতে আদালতে হাজিরা না দেই সেজন্য আমাকে বিবাদী পক্ষ গত ১৪ নভেম্বর সকাল ১১.৩৫ মিনিটে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়। আমার জীবনের নিরাপত্ত্বার জন্য বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরী ( নং-৪৮৩, তারিখ- ১৪/১১/১৬) করেছি।
বাসাইল সংবাদ/একে