
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
এতিম শিশুদের টাকা আত্মসাতের দায়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ অন্য আসামীদের কারাদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রায়ে আসামীদের কারাদণ্ডের খবর পাওয়ার পরপরই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে মিছিল-সমাবেশ ও অপ্রীতিকর কোন ঘটনা না করতে পারে সেজন্য সকাল থেকেই আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন।
বাসাইলসংবাদ/একে