
বাসাইল সংবাদ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার (১৮ ডিসেম্বর) বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়, ইঞ্জিনিয়ার আসাদুল হক তালুকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন