
বাসাইল সংবাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল থেকে প্রকাশিত বাসাইল সংবাদ ২৪ ডটকম এর আনন্দ সাময়িকী প্রকাশিত হয়। পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে প্রকাশিত আনন্দ সাময়িকীটি আজ শুক্রবার (১৪ এপ্রলি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার আনন্দ সাময়িকীটির মোরক উন্মোচন করেন।
এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার পরিষদের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতাকর্মী, দোকানপাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়। এনায়েত করিম বিজয়ের সম্পাদনায় প্রকাশিত আনন্দ সাময়িকী পড়ে পাঠকদের পক্ষ থেকে বাসাইল সংবাদ ২৪ ডটকম পরিবারকে কৃতজ্ঞাতা জ্ঞাপন করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন