
বাসাইল সংবাদ : শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল সদর ও বাসাইল উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার হাত বাড়ালেন জয়যাত্রা ফাউন্ডেশনের ব্রান্ড এম্বাসেডর ও বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় অভিনেতা ওমরসানি।
শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে জয়যাত্রা ফাউন্ডেশনের ব্যানারে বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের জশিহাটী, আইসড়া, ময়থা চড়পাড়া ও একঢালা এলাকায় বন্যার্তদের মাঝে এবং বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের শিবপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু ও লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর, মহাসচিব কমান্ডার জামান, ফাউন্ডেশনের মিডিয়া বিষয়ক সম্পাদক খন্দকার শহীদুল ইসলামসহ জয়যাত্রা ফাউন্ডেশন পরিবারের ৪০ জন সদস্য।
অভিনেতা ওমরসানী ত্রাণসহ এলাকায় পৌছালে তাকে দেখার জন্য প্রচন্ড ভীর জমায় শিশু-কিশোর ও স্থানীয় নারী-পুরুষসহ এলাকার উৎসুক জনতা। তিনি বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের উৎসুক জনতার সাথে কোশল বিনিময় ও জোমা’র নামাজ আদায় করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন